কাবুলের কাবাবে ডাবল হয়ে গেলো মাংসের পরিমাণ

প্রকাশিত: আগ ২৩, ২০২১ / ১০:২৫অপরাহ্ণ
কাবুলের কাবাবে ডাবল হয়ে গেলো মাংসের পরিমাণ

‘আমরা যখন আগে কাবাব খেতাম ১৫০ টাকা দিয়ে; নান-কাবাব, এখন তার মাংসের পরিমাণ ডাবল হয়ে গেছে। মানে স্ট্রিক্ট শরীয়াহ আইন যেহেতু ওরা ফলো করে তাই কাউকে ঠকানো যাবে না। ফলে সব জিনিসে সমান মাপটা দিচ্ছে।’

বলছিলেন সদ্য আফগান ফেরত কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। কাবুলের একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতেন তিনি।

গত ১৫ আগস্ট পুরো দেশ যখন তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই তীব্র দুশ্চিন্তা চেপে বসে কলকাতায় থাকা তমালের পরিবারের মধ্যে। একদিকে ভারতীয় অন্যদিকে হিন্দু ছেলে, তাই তালেবান তার ওপর আক্রোশ দেখাবে, এমনটাই ধারণা ছিল সবার। কিন্তু রোববার তমাল ফিরে এসে দিলেন সম্পূর্ণ ভিন্ন বক্তব্য।

তালেবান নিয়ে গোটা বিশ্বেই প্রচলিত নেতিবাচক ধারণা ও প্রচারণায় সজোরে আঘাত করেছেন কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তালেবানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

ভারতে ফিরেই বার্তা সংস্থা এবিপি আনন্দ, জিনিউজসহ কলকাতার স্থানীয় গণমাধ্যমে তালেবানদের আফগান দখল এবং পরবর্তী পরিস্থিতির বর্ণনা দেন তমাল ভট্টাচার্য। তারই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তারা তালেবানদের প্রশংসায় ভাসিয়েছেন।

তমাল বলেন, ‘তারা আমদের যথেষ্ট সাহায্য করেছেন। যদিও একটা অজানা আশঙ্কা ছিল অনেকের মধ্যেও। কিন্তু তালেবানরা তাদের ব্যবহার দিয়ে আমাদের সবার সব চিন্তা বদলে দিয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগে ছিলাম তাদের আশস্ত করেছি ভয় না পাওয়ার জন্য।

কাবুলে কোনো সমস্যা নেই সব দোকানপাট স্বাভাবিক চলছে। আমরা যখন আগে কাবাব খেতাম ১৫০ টাকায়। নান কাবাবে এখন মাংসের পরিমাণ ডাবল হয়ে গেছে। তালেবানদের মতে কোনো মানুষকে ঠকানো যাবে না। অনেক ধরনের আইন বদল হয়ে গেছে তাদের। ওরা ধর্মপরায়ন মানুষ। সম্ভবত তাই তারা অনেক ভালো কাজ করেছেন বলে আমি মনে করি।’

কলকাতায় পা দিয়ে হুমড়ি খেয়ে পড়া গণমাধ্যমের সামনে তমাল বললেন, আমরা বাইরে থেকে তালেবানের ব্যাপারে যা জানি-শুনি, তা সম্পূর্ণ ভুল মনে হয়েছে আমার কাছে। তালেবানরা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করেছেন। আমাদের উদ্দেশে তারা বলেছে, ‘তোমরা আমাদের মেহমান। তোমাদের নিরাপত্তার সব দায়িত্ব আমাদের।’ তারা আমাদেরকে খাইয়েছে, নিরাপত্তা দিয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন