তাইওয়ানে ক্লিনিক্যাল পরীক্ষা শেষ না করেই টিকার অনুমোদন

প্রকাশিত: আগ ২৩, ২০২১ / ০৮:৩৬অপরাহ্ণ
তাইওয়ানে ক্লিনিক্যাল পরীক্ষা শেষ না করেই টিকার অনুমোদন

দেশে উৎপাদিত করোনাভাইরাসের টিকা মেডিজেনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে তাইওয়ান।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট সেই ইং-ওয়েন মেডিজেন গ্রহণের মাধ্যমে এর উদ্বোধন করেন। যদিও এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা এখনো শেষ হয়নি।

মেডিজেন ভ্যাকসিন তৈরি প্রতিষ্ঠান আশা করছেন, এ বছরের শেষের দিকে প্যারাগুয়েতে সর্বশেষ এ পরীক্ষাটি করা হবে। তবে অনেকেই সমালোচনা করে বলছেন, এই ভ্যাকসিন অনুমোদন দেওয়ার ক্ষেত্রে খুব তড়িঘড়ি করে ফেলা হলো।

মেডিজেন ভ্যাকসিনটি তৈরি প্রতিষ্ঠান বলছেন, এ ভ্যাকসিন কতটা সুরক্ষা দেবে সে ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

তিনি বলেন, গবেষণা বলছে, অ্যাস্ট্রাজেনেকা টিকা ভাইরাস থেকে যে পরিমাণ সুরক্ষা দেবে তার থেকে এটি খারাপ নয়। ভ্যাকসিনটি নোভাভ্যাক্স কর্তৃক তৈরিকৃত ভ্যাকসিনের মতোই কার্যকর।

মেডিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আমরা এ ভ্যাকসিনের অনেক পরীক্ষা চালিয়েছি। সেখানে সবাই দেখেছে, আমাদের ভ্যাকসিন কতটা নিরাপদ। সুতরাং এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। তবে তিনি স্বীকার করেছেন, এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাইওয়ানের প্রায় সাত লাখ বাসিন্দা নিজেদের তৈরি ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

দেশটির প্রধান বিরোধী দল বলছে, এই ভ্যাকসিন অনিরাপদ। তাইওয়ানকে কোভিড নিয়ন্ত্রণে সর্বোচ্চ সফল দেশ বলে বিবেচনা করা হয়। ২৩ দশমিক ৫ মিলিয়ন জনসংখ্যার এ দেশে প্রতিদিন প্রায় ১০ জন কোভিড সংক্রমিত হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন