নাদাল’ও ফেদেরারের পর সরে দাঁড়ালেন ইউএস ওপেন থেকে

রজার ফেদেরার ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডমিনিক থিমের পর এবার ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন টেনিসের আরেক মহাতারকা রাফায়েল নাদাল। এ বছর আর কোর্টে দেখা যাবে না তাকে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নাদাল জানান, ইউএস ওপেনসহ বছরের বাকি সব টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাঁ পায়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ও ক্যারিয়ার প্রলম্বিত করতেই এ সিদ্ধান্ত।
পায়ের চোটের কারণে এর আগে উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নেন ৩৫ বছর বয়সী স্প্যানিশ গ্রেট।
নাদাল ও ফেদেরারের অনুপস্থিতিতে ইউএস ওপেনে এখন ফাঁকা কোর্টে গোল দেওয়ার সুযোগ নোভাক জোকোভিচের সামনে। ৩০ আগস্ট শুরু হবে ইউএস ওপেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন