ঢাকায় পৌছোলেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

প্রকাশিত: আগ ২১, ২০২১ / ১১:২৯অপরাহ্ণ
ঢাকায় পৌছোলেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে মঙ্গলবার বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তার আগেই ঢাকায় এসেছেন কিউই দুই তারকা ক্রিকেটার।

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ খেলে শুক্রবার ঢাকায় পা রাখেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন।

বাংলাদেশের করোনা প্রটোকল ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গত মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে ঢাকায় এসেছে দুই সদস্যের একটি পর্যবেক্ষক দল।

বিসিবির করোনা ও নিরাপত্তা প্রটোকল সম্পর্কে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে রিপোর্ট দেবে এ প্রতিনিধি দল। এরপরই ঢাকায় আসবে কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ১ সেপ্টেম্বর শুরু হবে সিরিজ। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি চারটি ম্যাচ। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন