কাবুল বিমানবন্দরগামী মার্কিনিদের পিটিয়েছে তালেবান : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, আফগানিস্তানে কাবুল বিমানবন্দরগামী মার্কিনিদের পিটিয়েছে তালেবান যোদ্ধারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও পলিটিকোর খবরে এ কথা জানানো হয়েছে।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের কাছে আফগানিস্তান থেকে মার্কিনিদের ফিরিয়ে আনার কার্যক্রম সম্পর্কে ব্রিফিংকালে মার্কিনিদের পেটানোর কথা জানান প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জানতে পেরেছি, মার্কিনিসহ অন্যান্য লোকজনকে মারধর ও হয়রানি করেছে তালেবান। এটা অগ্রহণযোগ্য, আমরা তালেবানের পদস্থ নেতাকে এ কথা জানিয়েছি।’
এদিকে, শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকান পাসপোর্টধারীদের কাবুল বিমানবন্দরে আসতে বাধা দিচ্ছে না তালেবান।’ তবে তিনি এও স্বীকার করেন, প্রত্যাহার কার্যক্রম একেবারে ঝুঁকিমুক্ত নয়।
গত রোববার (১৫ আগস্ট) তালেবানের কাবুল দখলের দিন থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন। তড়িঘড়ি করে আমেরিকান সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক মার্কিনি এবং যুদ্ধে সহযোগিতাকারী আফগানদের ফিরিয়ে আনার কার্যক্রম নিয়ে বিশ্বগণমাধ্যম ব্যাপক আলোচনা চলছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিরোধীদল রিপাবলিকান পার্টির অন্যান্য নেতারাও তালেবানের এত দ্রুত আফগানিস্তান দখলকে বাইডেনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন