মেসির ১০ নম্বর জার্সি নিতে নারাজ অ্যাগুয়েরো

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার পর তার ১০ নম্বর জার্সিটি এখন পড়েই রয়েছে। সেটা মেসির আর্জেন্টাইন সতীর্থকে দেয়া হলে ‘না’ বলে দিয়েছেন এই তারকা ফুটবলার।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফুটবল জাদুকরের জার্সিটি নেবেন বলে জানিয়ে দিয়েছেন অ্যাগুয়েরো।
বার্সা তারকা জেরার্ড পিকের সাথে একটি টুইচ স্ট্রীমে উপস্থাপক ইবাই লানোস বলছিলেন, ‘কেউই ১০ নম্বর জার্সি পরতে চাচ্ছে না, কেউই না। এতটা সাহস কারো নেই।’
জবাবে পিকে বলেন, ‘হ্যাঁ। তবে আমার মনে হয় কাউকে এটা পরতে হবে। আমি কুনকে (আগুয়েরো) বলেছিলাম পরতে, কিন্তু সে নিশ্চিত নয়।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন