আদালতে নানার সঙ্গে ৫ মিনিটে কী বললেন পরীমনি

প্রকাশিত: আগ ১৯, ২০২১ / ০৪:৫৯অপরাহ্ণ
আদালতে নানার সঙ্গে ৫ মিনিটে কী বললেন পরীমনি

রিমান্ড শুনানির জন্য কারা;গার থেকে পরীমনিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এ সময় আ;দালতে ছু;টে আসেন তার নানা শামসুল হক।শুনানি শেষে পরীমনি বিচারককে বলেন, ‘আমার নানা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই।’

এরপর বিচারক অনুমতি দেন। দুপুর ১২টা ২৫ মিনিটে পরীমনির নানা কাঠগড়ার বাইর থেকে তার সঙ্গে কথা বলেন।এ সময় পাশে ছিলেন পরীমনির দুই খালাত ভাই। ১২টা ২৭ মিনিটে তাদের কথা শেষ হয়।

এই দুই মিনিট কি কথা বলছেন জানতে চাইলে পরীমনির খালাত ভাই বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে। এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে পরীমনির নানা ঢাকা মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে আসেন।

আদালতে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, নাতনির সঙ্গে দেখা করতে এসেছি।এ সময় পাশে বসে থাকা পরীমনির খালাতো ভাই মেহেদী জানান, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।

এদিকে মাদ;কদ্রব্য নি;য়ন্ত্রণ আ;ইনে ;করা মাম;লায় তৃতীয় দফায় প;রীমনির একদিনের রি;মান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহা;নগর হাকিম আ;তিকুল ইসলাম।

রিমান্ড শুনানির জন্য সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কা;রা;গা;র থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

এরপর সাড়ে ১১টার দিকে নেয়া হয় আদা;লতের কাঠগ;ড়ায়। কাঠগ;ড়ায় উঠেই; অঝোরে; কাঁ;দতে; থাকে;ন পরীম;নি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মু;ছতে দেখা যায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন