উইকেট পড়লেই কোহলির যে অঙ্গভঙ্গি, মনেহয় বিশ্বকাপ জিতেছেন

লর্ডস টেস্টের পুরো পাঁচদিন দেখা গেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন। শেষ দুই দিনে চিত্রটা যেন আরও পরিস্কার হয়ে উঠেছে। কখনও গলা ফাটিয়ে হুঙ্কার, সতীর্থের কোলে উঠে বসা, কখনও মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছোড়া- এসব কোহলিকেই যেন মানায়।
ভীষণ আগ্রাসী এই অধিনায়কের যেমন সমালোচক আছে, তেমনই ভক্তেরও অভাব নেই। এবার কোহলির প্রশংসা শোনা গেল সঞ্জয় মাঞ্জরেকারের মুখে।
মাঠে একটি উইকেট পড়লেই কোহলির অঙ্গভঙ্গি দেখে মনে হয়, তিনি বিশ্বকাপ জয় করে ফেলেছেন। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার তাই মজা করে বলছেন, বিশ্বকাপ জিতলে না জানি কী করে ফেলেন কোহলি! মাঞ্জরেকারের ভাষায়, ‘কোহলির এটা নতুন নয়।
বিশেষ করে যখন তিনি তেতে থাকেন, মাঠে তাকে এমনই খ্যাপাটে চেহারায় দেখা যায়। একেকটি উইকেট উদযাপনেই মনে হয় নিজের সব প্রাণশক্তি উজার করে দেন। যেন বিশ্ব জয় করে ফেলেছেন।’
লর্ডস টেস্টের শেষ দিনে কোহলির উদযাপন ছিল বাঁধন হারা। উইকেট শিকারের পর বোলারকেই মনে হচ্ছিল পার্শ্বচরিত্র। কোহলি একাই পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। তার এই আগ্রাসন দলের বাকিদের উজ্জীবিত করে বলে মনে করেন মাঞ্জরেকার।
তিনি আরও লিখেছেন, ‘দলও এতে উজ্জীবিত হয়। অধিনায়ককে এভাবে দেখে সতীর্থদের শরীরী ভাষাও জেগে ওঠে। আমার কেবল মনে হয়, স্রেফ একটি উইকেট উদযাপন যদি এভাবে করেন কোহলি, তাহলে বিশ্বকাপ জিতলে তিনি কী করবেন!’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন