মেসি আসছেন তাই ১০ ফুটবলারকে বিক্রি করবে পিএসজি

প্রকাশিত: আগ ১৫, ২০২১ / ০২:৪৯অপরাহ্ণ
মেসি আসছেন তাই ১০ ফুটবলারকে বিক্রি করবে পিএসজি

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে আসার পরই নড়েচড়ে বসে পিএসজি। দ্রুতই মেসির জন্য চুক্তিপত্র প্রস্তুতের তোড়জোড় শুরু করে ফরাসি জায়ান্টরা। প্যারিস যে মেসির নতুন ঠিকানা হতে চলেছে তা একরকম নিশ্চিতই।

মেসিকে বিনামূল্যে পেয়ে গেলেও তাকে দিতে হবে মোটা অঙ্কের বেতন। ‘ওয়েজ বিল’ সীমার মধ্যে রাখতে পিএসজিকে তাই এগোতে হচ্ছে হিসেব কষে। পিএসজি তাই ১০ ফুটবলারকে রেখেছে বিক্রির তালিকায়। বিক্রি করতে না পারলে ধারে অন্য ক্লাবে পাঠাতে চায় পিএসজি।

ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, ‘পিএসজিতে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মেসি। চাইলে আরো একবছর প্যারিসে থাকতে পারবেন তিনি।

পিএসজিতে মেসির বার্ষিক বেতন হবে ৩৫ মিলিয়ন ইউরো। কোনো সংবাদমাধ্যমের দাবি, ৪০ মিলিয়ন ইউরো। মেসির বেতনের সমপরিমাণ অর্থ ট্যাক্স হিসেবে ফ্রান্স সরকারকে দিতে হবে পিএসজির।’ তারকায় ঠাসা পিএসজিকে প্রতি বছরে গুণতে হয় মোটা অঙ্ক। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, সার্জিও রামোস, জর্জিনিয়ো ভাইনালডাম, আশরাফ হাকিমিরা। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখতে তাই হিমশিম খাচ্ছে পিএসজি।

বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, পিএসজি তাই সিদ্ধান্ত নিয়েছে দশ ফুটবলারকে বিক্রি অথবা ধারে অন্য ক্লাবে পাঠিয়ে দেয়ার। এদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি, রাফিনহা, আন্দের হেরেরা, আব্দৌ দিয়াল্লো, থিলো কেহের ও ইদ্রিসা গায়া। মেসির বেতন-ভাতা নিয়ে সংশয় নেই পিএসজির। মেসিকে প্যারিসে আনলে স্পন্সরদের কাছ থেকে কয়েকগুণ বেশি অর্থ পাবে তারা। জার্সি বিক্রি থেকেও আসবে বড় অঙ্ক।

মেসিকে দলে ভিড়িয়ে প্রধান দুটি স্বপ্ন পূরণ করতে চায় পিএসজি। যার একটি চ্যাম্পিয়নস লীগ জয়। আর দ্বিতীয়টি হলো সময়ের অন্যতম সেরা তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নতুন চুক্তিতে রাজি করানো। আগামী বছরের জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের। মেসিকে এনে ফরাসি তারকাকে লম্বা সময়ের জন্য চুক্তিতে রাজি করাতে চায় পিএসজি।

তবে এরই মধ্যে ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন, মেসি আসলে পিএসজি ছাড়বেন এমবাপ্পে। কেননা মেসি তখন হয়ে উঠবেন পিএসজির প্রধান তারকা। এমবাপ্পের চাওয়া পিএসজির তারকাদের মধ্যে উপরের সারিতে থাকা। মেসি যদি আসেন সেক্ষেত্রে দ্বিতীয় সেরা তারকার আসনে বসবেন নেইমার। এমবাপ্পে চলে যাবেন আরো পেছনে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন