দরিদ্র কৃষকের গরু চুরি করে মাংস ভাগবাটোয়ারা

কিশোরগঞ্জের কটিয়াদীতে আব্দুল জব্বার (৫৪) নামে এক কৃষকের একটি ষাঁড় গরু চুরি করে দুর্বৃত্তরা। পরে সেই গরু জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা।
উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রেনু মিয়া নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনায় আব্দুল জব্বার বাদী হয়ে ৯ জনকে আসামি করে বুধবার রাতে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন- রেনু মিয়া, ফারুক মিয়া, আলাউদ্দিন, সোহেল মিয়া, মোবারক হোসেন, খাদিম মিয়া, দিলু মিয়া, মানিক মিয়া ও শাহাব উদ্দিন।
শিমুলতলা গ্রামের দরিদ্র কৃষক আব্দুল জব্বার বলেন, প্রায় ৯০ হাজার টাকা মূল্যের সাদা রঙের একটি ষাঁড় গরু আমার গোয়াল ঘরে রাখা ছিল। বুধবার ভোরে বের করতে গিয়ে দেখি ষাঁড় গরুটি নেই।
তখন আমি আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার সময় একপর্যায়ে দেখতে পাই একই গ্রামের আব্দুল বাতেনের পাটক্ষেতে কিছু লোকজন গরুর গোস্ত ভাগবাটোয়ারা করছেন।
তিনি বলেন, তাদের কাছে গিয়ে জবাই করা গরুর চামড়া ও মাথা দেখে গরুটি আমার চিনতে পারি। আমাকে তারা দেখামাত্রই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে। আমি তখন ফিরে এসে লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তারা গরুর গোশত নিয়ে চলে গেছে।
আব্দুল জব্বার বলেন, আমি এ ঘটনায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছি। আমি একজন দরিদ্র কৃষক। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ চাই।
সহশ্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর সঙ্গে জড়িত সবার শাস্তি চাই।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আতাউর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে ১নং আসামি রেনু মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন