আসছে নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’

দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। টানা দুই বছর নিয়মিত প্রচারের পর চলতি বছরের শুরুর দিকে শেষ হয়ে যায় নাটকটি। নাটক শেষ হলেও দর্শকমনে এখনও এর রেশ কাটেনি। পারিবারিক গল্পের এ নাটকটি ব্যাপক প্রশংসিত হয়।
সেই ধারাবাহিকতায় নতুন গল্পে আসছে নতুন ধারাবাহিক, নাম ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’। এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের, এমনটাই জানালেন নির্মাতা রাজ।
মোস্তফা কামাল রাজ বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি দর্শকরা বেশ পছন্দ করেছেন, দারুণ জনপ্রিয়তা পেয়েছে। পরিবারকে প্রাধান্য দিয়ে নির্মাণ করা এই নাটকের প্রতিটি চরিত্রের মধ্যে দর্শক নিজেদের খুঁজে পেয়েছে, এ কারণেই হয়তো নাটকটি সফলতা পেয়েছে। যার কারণে আবার নতুন করে পরিকল্পনা করেছি নতুন কিছু শুরু করার।
তিনি আরো বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ ও পারিবারিক গল্পে নির্মিত হবে। নতুন গল্পে আবার নতুন কিছু দেখানোর প্রয়াস। এখানেও ‘ফ্যামিলি ক্রাইসিস’ এর প্রায় আশি ভাগ শিল্পী থাকবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাস থেকে নতুন এ ধারাবাহিক নাটকের শুটিং করবেন বলে জানান নির্মাতা।
সূত্র : বাংলাদেশ জার্নাল
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন