যাত্রীবাহী বাসের ওপর ধসে পড়লো পাহাড়, নিহত ১০

ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে আবারও ভূমিধস হয়েছে। যাত্রীবাহী একটি বাসের ওপর এই ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন এবং আটকা পড়েছে প্রায় ১২ জন। যাত্রীবাহী বাসটিও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রদেশটির কিন্নৌর জেলায় ভূমিধসের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তখন ছিল একটি সরকারি বাস, একটি ট্রাক এবং বেশ কয়েকটি গাড়ি। বাসটি সিমলা যাচ্ছিল। ভূমিধসে গাড়িগুলো চাপা পড়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের বরাত দিয়ে আল জাজিরা বলছে, ৬০ জনের মতো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার আশঙ্কা রয়েছে।
দেশটির আধা-সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মুখপাত্র বিবেক কুমার পান্ডে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বাসের মধ্যে যাত্রীরা আটকা পড়েছেন। গাড়িগুলো উদ্ধারে অভিযান চলছে।
ওই এলাকায় এখনও পাথর পড়ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ঘটনাস্থলে দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন