সিগারেট চুরি দোকানের তালা কেটে, ২ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুর বাজারে গত ৩০ জুলাই রাতে একটি দোকানে তালা কেটে সিগারেট চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার মো. সরুজ মিয়ার ছেলে নুরুল ইসলাম (২৮), ভোলা সদরের পৌর এলাকার মো. রাসেল মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২৩)। সাগর নারাণগঞ্জের কাঁচপুরে একটি ভাড়াবাসায় থাকতেন বলে জানা গেছে।
আজ বুধবার বিকেল ৫টায় রায়পুরা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, উপ পরিদর্শক (এসআই) দেব দুলাল দে। এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মনির।
এসআই দেব দুলাল দে বলেন, তালা কেটে দোকানে সিগারেট চুরির ঘটনায় ৩১ জুলাই ব্যবসায়ী উত্তম পাল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে ৫০ কার্টুন বেনসন, দুই কার্টুন রয়েল, আট কার্টুন পাইলট, এক কার্টুন করে ক্যাপেস্টন, গোল্ডলিফ, স্টার, হলিউড সিগারেটসহ ক্যাশ বাক্সে থাকা সাত হাজার টাকা চুরি উল্লেখ করা হয়। চুরিকৃত সিগারেটের মূল্য আট লাখ ৩৪ হাজার টাকা বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সিগারেট চুরি ঘটনার তদন্তের দায়িত্ব পান এসআই মনিরুল ইসলাম মনির। পরে সিসিটিভিতে শনাক্ত হওয়া পিকআপভ্যানের নম্বরের সূত্র ধরেই নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে নুরুল ইসলাম ও সাগর মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে সাগরের ভাড়াবাসা থেকে এক কার্টুন পাইলট ও দশ কার্টুন বেনসন সিগারেট উদ্ধার করেন এসআই মনির। এ ঘটনায় আরো দুজন জড়িত থাকার তথ্য দিয়েছেন গ্রেপ্তরকৃতরা।
এসআই মনিরুল ইসলাম বলেন, জব্দকৃত পিকআপভ্যানটি তিনমাস আগে কিনেন সাগর। তদন্তে গাড়িটির সাবেক মালিক এ তথ্য জানান। পরে তার সহযোগিতায় কাঁচপুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। বাকি চোরাই মালামালসহ জড়িত অপর দুজনকে ধরতে অভিযান চলছে বলে জানান এসআই মনির।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন