বার্সা মুছে ফেলছে মেসির স্মৃতি! ছিঁড়ে ফেলা হচ্ছে ছবি

প্রকাশিত: আগ ১০, ২০২১ / ১০:৪৮অপরাহ্ণ
বার্সা মুছে ফেলছে মেসির স্মৃতি! ছিঁড়ে ফেলা হচ্ছে ছবি

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির আর কোন সম্পর্ক নেই। ২১ বছরের অম্ল-মধুর সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতেই পাড়ি জমাতে যাচ্ছেন মেসি। দুই পক্ষের মধ্যে চুক্তির ব্যাপারে সমঝোতাও হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আসবে পিএসজির সঙ্গে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।

এর মধ্যেই বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প থেকে সরিয়ে ফেলা হচ্ছে মেসির যত পোস্টার কিংবা ছবি। স্টেডিয়ামের দেয়ালজুড়ে যত ছবি কিংবা পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হচ্ছে। মেসির সঙ্গে অন্য তারকারাও আছেন; তাদেরগুলো রেখে দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়িয়ে পড়েছে পোস্টার ছেঁড়ার ছবি। হাহাকার মেসি ভক্তদের মনে-প্রাণে। স্টেডিয়ামের দেয়াল থেকে মুছে দেওয়া হচ্ছে মেসির ছবি; কিন্তু ভক্তদের হৃদয় থেকে সহজে মোছা যাবে?

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন