তাসনিয়া ফারিণ ‘সোহানকে’ বানিয়ে দিলেন আফিফ

এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পীদের একজন তাসনিয়া ফারিণ। সম্প্রতি মোস্তফা সরওয়ার ফারুকীর একটি ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসাও পেয়েছেন। এ সময়ের অনেক ‘হিট’ নাটকের তকমাও যুক্ত হয়েছে ফারিণের তাজে। তবে ক্রিকেটীয় উত্তেজনায় বেশ সমালোচনার কবলে পড়লেন প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে সিরিজ জয় করল টাইগাররা। এর আগে জিম্বাবুয়ে সফরেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ২২০ রানের জয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জয়।
এর পরও খেলোয়াড়রা বেশ ক্লান্ত। স্বজনদের কাছে ফিরে যাওয়ার প্রচণ্ড রকমের কাতরতা। জিম্বাবুয়ে সফর থেকে শুরু করে এখন পর্যন্ত স্বজনদের কাছে ভেড়েননি টাইগাররা। মাঝখানে একটি ঈদও কাটিয়েছেন পরিবার-পরিজন ছাড়া।
সেই কাতরতা বোঝা গেল উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের এক বক্তব্যে। যা এ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ১৪তম ওভারটি করছিলেন সাকিব আল হাসান। প্রথম বলেই নাথান এলিসের উইকেট তুলে নেন সাকিব।
এরপর ব্যাট হাতে নামেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার রান তখন ৯ উইকেটে ৫৮। অর্থাৎ জয় পেতে দরকার আর মাত্র একটি উইকেট। হাতে যদিও আরো ৬টি ওভার আছে, কিন্তু টেইলএন্ডার জাম্পা সাকিবের বলে আর কতটা সময় টিকে থাকার ক্ষমতা রাখেন!
জয় এখন সময়ের ব্যাপার মাত্র। তখন উইকেটের পেছন থেকে সোহান তাড়া দেন সাকিবকে। বলেন, ‘নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেক দিন পর বাসায় যাব।’ স্টাম্পের মাইকে স্পষ্টতই শোনা গেল নুরুল হাসান সোহানের কণ্ঠ।
বোঝাই যাচ্ছিল বাড়ি ফেরার তর সইছে না সোহানের। কথাটা শুধু সোহানের নয়। দলের সবারই। সোহানের এই কথায় বেশ মজা পেয়েছে ক্রীড়ানুরাগীরা। এরপর ভাইরাল হয়ে যায় ক্লিপসটি।
বাংলাদেশের খেলার এই অংশটুকু নিয়ে পোস্ট দেন তাসনিয়া ফারিণ। তবে যে সংলাপটি ভাইরাল হয় সেটা আফিফ হোসেনের উল্লেখ করে পোস্ট দেন তাসনিয়া ফারিণ। নুরুল হাসান সোহানকে আফিফ হিসেবে উপস্থাপন করায় ভীষণ অবাক হয়েছেন নেটিজেনরা।
অনেকে ক্ষুব্ধও হন। তাসনিয়া লেখেন, What a way to end the series. Kudos Bangladesh ❤️🇧🇩 Meanwhile Afif Hossain ‘তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাব’ 😂
অবশ্য সম্পাদনা ইতিহাসে গিয়ে দেখা যায় ঘণ্টাখানেক পরে সম্পাদন করেছেন। অবশ্য তার আগে নেটিজেনরা প্রবলভাবে তীর্যক মন্তব্য ছুড়তে থাকেন। তাসনিয়া ফারিণ অবশ্য আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘খেলার উত্তেজনায় ভুল হতেই পারে।’
এদিকে সোহানকে আফিফ উল্লেখ করায় ভক্তরা বলছেন, খেলা না দেখে নাচানাচি করলে এমনই। ফারিণ যদি কিছুটা খেলা দেখে থাকতেন তাহলে এমন ভুল কোনোভাবেই হতো না, এমনকী উত্তেজনাতেও না। উনি একটা কাটা ক্লিপস দেখে মন্তব্য করেছেন।
আরেকজন নেটি বলছেন, ‘৫টা ম্যাচ হয়ে গেছে। এই ম্যাচে উইকেট কিপিং কে করছেন সেটা তিনি জানেন না? না জানতেই পারেন। খেলাও না দেখতে পারেন। এভাবে হুট করে মন্তব্য করে দিতে পারেন না। বাংলাদেশের খেলোয়াড়দের অন্তত চেহারা চিনে রাখা উচিত সবার।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন