ফিলিস্তিন ও জর্ডানের ৬৯ নাগরিককে কারাদণ্ড দিলো সৌদি

সৌদি আরবে ফিলিস্তিন ও জর্ডানের ৬৯ নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সর্বোচ্চ ২২ বছরেরও সাজা হয়েছে কারও কারও। আগামী ৪০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের মার্চ মাসে রাজশাসনবিরোধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানকালে এই ৬৯ জনকেও আটক করে সৌদি প্রশাসন। ফিলিস্তিন ও জর্ডানের এসব নাগরিক দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করছিলেন।
২০২০ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে এদের আটক করার বিষয়টি তুলে ধরে বলা হয়, তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীর নাম প্রকাশ করেনি সৌদি সরকার।
রোববার রায় ঘোষণার পর এখনো সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্যবিষয়ক ডেপুটি ডিরেক্টর মাইকেল পেজ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে দেশটিতে হয়রানি, ধরপাকড় আর সাজা দেয়া হচ্ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আটক হন দেশটিতে এবং তাদের সন্ত্রাসের মামলায় বিচারের মুখোমুখি করা হয়।
এদিকে, এ রায় ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তারা বলেছে, দণ্ডিতরা সৌদি সরকারের কোনোই ক্ষতি করেনি এবং এ সাজা ‘অন্যায্য’।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন