বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হলো বজ্রপাতে

বগুড়ার কাহালুতে বজ্রপাতে বাবা-ছেলে মারা গেছেন। সোমবার( ৯ আগস্ট) সন্ধ্যার পর কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- পাইকড় হিন্দুপাড়ার চন্ডি চন্দ্রের ছেলে গুপিচন্দ্র (৩২) ও তার ছেলে মিলন চন্দ্র (১০)।
পাইকড় ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় হিন্দুপাড়ার গুপি চন্দ্র বাড়ির পাশের জমিতে মরিচের চারা রোপণ করছিলেন। এসময় তাকে সহযোগিতা করছিল ছেলে মিলন। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বাবা ছেলে জমিতেই মর্মান্তিকভাবে মারা যান। পরে মরেদহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন