সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা পাচ্ছে ৪৯ দেশ, তালিকাসহ

গত ১লা আগস্ট, ২০২১ থেকে উপসাগরীয় দেশ সৌদি আরবে পৃথিবীর ৪৯টি দেশের নাগরিকদের জন্য সীমান্ত উম্মুক্ত করে দিয়েছে। ভ্রমণকারীদের সৌদি আরব ভ্রমণ সহজতর করার জন্য এক বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে, যা দিয়ে বছরে একাধিকবার দেশটিতে প্রবেশ করতে পারবেন ট্যুরিস্টরা।
প্রতিবার সৌদি আরবে প্রবেশের পর একটানা সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন ভ্রমণকারী। সৌদিতে ৪৯ দেশের ভ্রমনকারীরা ১ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাবেন. বাইরের দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করার জন্য ট্যুরিস্টদের সম্পূর্ণভাবে করোনা থেকে ইমিউন থাকতে হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর অনুমোদন পাওয়া করোনা ভ্যাকসিনগুলোর যেকোন একটির উভয় ডোজ গ্রহণ করা থাকার পাশাপাশি ফ্লাইটের ৭২ ঘন্টা পূর্বের করোনা নেগেটিভ রিপোর্ট সংগ্রহ করে মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে ভ্রমণকারীদের।
করোনা মহামারী শুরু হবার প্রায় দেড় বছর পরে সৌদি আরব ভ্রমণে আগ্রহী ট্যুরিস্টরা যাতে সহজেই মাল্টিপল এন্ট্রি ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসা গ্রহণ করতে পারে, সেজন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে সৌদি সরকার।
এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই দ্রুততম সময়ে সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা গ্রহণ করতে পারবেন ট্যুরিস্টরা। করোনা ঝুঁকি মুক্ত ৪৯ টি দেশের নাগরিকেরা সৌদি আরব ভ্রমণের জন্য ই-ভিসার আবেদন করতে পারবেন। এই ভিসার মাধ্যমে সৌদি আরব ভ্রমণের পাশাপাশি ভ্রমণকারী ব্যক্তি উমরাহ হজও পালন করতে পারবেন।
ট্যুরিস্ট ভিসার যোগ্য দেশসমূহ
নিন্মের উল্লেখিত দেশের নাগরিকেরা ট্যুরিস্ট ভিসা গ্রহণ করে সৌদি আরবে ভ্রমণ করতে পারবেনঃ আমেরিকা, কানাডা, আনডোরা, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, গ্রীস, নেদারল্যান্ড, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইয়ালি, লাতভিয়া, লেইশটেন্সটাইন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, মনাকো, মন্টেনেগ্রো, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, স্যান ম্যারিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, স্পেইন, ব্রুনেই, চায়না, হং কং, ম্যাকাও, জাপান, কাজাখাস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
সৌদি আরবে আগত ট্যুরিস্টদের তাদের সকল স্বাস্থ্য সংক্রান্ত তথ্য মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে >> https://muqeem.sa/#/vaccine-registration/home
ট্যুরিস্টদের সুবিধার্থে তাওয়াক্কালনা এপ্লিকেশনে ভ্রমণকারীদের জন্য পাসপোর্ট এর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা চালু করেছে মন্ত্রণালয়। সৌদি আরবের যেকোন পাবলিক এবং প্রাইভেট প্রতিষ্ঠান, যেকোন শপিং মল, বিনোদনমূলক স্থান, বা যেকোন পাবলিক স্থানে প্রবেশ করার পূর্বে তাওয়াক্কালনা এপ্লিকেশনে ইমিউন স্ট্যাটাস প্রদর্শন করতে হবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন