রোনালদোদের বিপক্ষে মেসির সাবেক ক্লাব বার্সার জয়

প্রকাশিত: আগ ৯, ২০২১ / ০১:০৯অপরাহ্ণ
রোনালদোদের বিপক্ষে মেসির সাবেক ক্লাব বার্সার জয়

নতুন মৌসুমের শুরুতে রবিবার রাতে হোয়ান গাম্প ট্রফির একটি ম্যাচে মাঠে নামে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস এবং লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা। এই ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি। হোয়ান গাম্প ট্রফির ম্যাচে উভয় ক্লাবের নারী দলও খেলতে নামে। সেখানেও বার্সেলোনার জয়। জুভেন্টাস নারী দলকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সার মেয়েরা।

১৯৬৬ সাল থেকে নতুন মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যে হুয়ান গাম্পার ট্রফির প্রচলন শুরু করে বার্সেলোনা। ২০০৫ সালে সবশেষ তারা এই ট্রফির ম্যাচ খেলেছিল জুভেন্টাসের বিপক্ষে। তবে ম্যাচটি হেরে যায় টাইব্রেকারে। তবে এবার পেল সহজ জয়।

এই ম্যাচের মাধ্যমে আরও একবার রোনালদো-মেসিকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার অপেক্ষা ছিল পুরো ফুটবলবিশ্ব। কিন্তু সেটা হয়ে উঠেনি। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে রবিবারই স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে বিদায় জানিয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর ক্লাব ছাড়ার পর এটাই বার্সার প্রথম ম্যাচ। তিনি না থাকলেও মাঠে স্বাগতিক দলেরই জয় জয়কার ছিল। মেসির অভাবটা ক্লাবকে একবারের জন্যেও বুঝতে দেয়নি ব্র্যাথওয়েট-রিকি পুইগরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই ইউসুফ দেমিরের পাস থেকে মেম্ফিস ডিপাইয়ের দারুণ এক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি দলটিকে। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা বাড়তেও পারত দলটির, অন্যদিকে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির জুভেন্তাস ছিল বেশ বিবর্ণ। অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো বেশ কয়েকটা শট করেছিলেন। কিন্তু সেই রোনালদোকেই পরের অর্ধে মাঠেই নামায়নি জুভেন্তাস।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় বার্সা। ৫৭তম মিনিটে মেমফিসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাথওয়েট। আগের ম্যাচে রেড বুল সালসবুর্কের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের দিনে দলের একমাত্র গোলটিও করেছিলেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান বদলি নামা রিকি পুস। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড় মেসির সাবেক ক্লাব বার্সেলোনা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন