বার্সাকে আজ আনুষ্ঠানিক বিদায় জানাবেন মেসি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে যে আর ধরে রাখা যাচ্ছে না, সে কথা জানিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এবার মেসির ক্লাবকে বিদায় জানানোর পালা। আর আজই ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার।
ন্যু ক্যাম্পে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত হবেন বর্তমান সময়ের সেরা এই তারকা ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন।
উল্লেখ্য, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে।
৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড অতীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না। লিয়োনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন