Bangladesh News24

সব

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।

শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ নেগারায় নামাজে অংশ নেন প্রধান মন্ত্রী ডা: তুন মাহাথির মোহাম্মদ।

এ ছাড়া হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ও কোতারায়া বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।ঈদুল ফিতরের জামাতে শরিক হতে প্রবাসীরা ছুটে আসেন।

নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন জাতীয় মসজিদ নেগারার খতিব তানশ্রী শাইখ ইসমাইল মোহাম্মদ।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় মুসল্লিরা তাদের শিশুদের নিয়ে আসেন ঈদ জামাতে। শিশুরাও পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ সেলফিতে মেতে উঠেন।

এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মুহা. শহিদুল ইসলাম দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ব্যবসায়ী, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সব প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া দেশটির ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়েং পাছার পুচং, মালাক্কা, জহোরভারোতেও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

এদিকে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র কোতারায়া বাংলা মার্কেটে জড়ো হতে থাকেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে। সকাল ১০টার মধ্যে কোতারায়া বাংলা মার্কেট হয়ে উঠে বাঙ্গালিদের মিলন মেলায়।

ইব্রাহিম (আঃ) ও এক ভিক্ষুকের কাহিনী

কোরবানির মাংস বন্টনের সঠিক নিয়ম

হজে গিয়ে আরো চার বাংলাদেশির মৃত্যু

যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি আবশ্যক

কোরবানির পশু জবাইয়ের নিয়ম

নামাযের মধ্যে বিভিন্ন কথা স্মরণ হলে যা করণীয়

যেসব আমলে হজের সওয়াব পাওয়া যায়

মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া কি জায়েজ?

পাঠকের মতামত...

বাংলাদেশ থেকে ১লাখ ৮ হাজার ৬শ’ ৪৮ হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন

পবিত্র হজ ফ্লাইট চালু হওয়ার ২৯তম দিনে বাংলাদেশ থেকে মোট...

২০ আগস্ট পবিত্র হজ

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী...

ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানা যাবে রোববার। ঈদুল...

হজে যেতে পারছেন না ৭২৭ জন: ধর্ম মন্ত্রণালয়

অসুস্থতা ও ভিসা জটিলতায় এ বছর ৭২৭ জন হজে যেতে...
© Copyright Bangladesh News24 2008 - 2018
Published by bdnews24us.com
Email: info@bdnews24us.com / domainhosting24@gmail.com