Jan 18, 2019 / 03:45pm

মনের মতো একজন স্বামী পেয়েছি: সালমা

আবারও ঘর বাঁধলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। তার বর সানাউল্লাহ নূরে সাগর একজন আইনজীবী। গত ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে গাঁটছড়া বেঁধেছেন তারা

বিয়ে প্রসঙ্গে সালমা বাংলানিউজকে বলেন, অনেক ভেবে চিন্তে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। আসলে সাগর খুব ভালো ছেলে। সে আমার অনেক যত্ন করে। আমার গান চর্চাতেও তার কোনো সমস্যা নেই। বলতে পারেন, মনের মতো একজন স্বামী পেয়েছি। আমি অনেক খুশি।

‘বিয়ের সিদ্ধান্ত আমার একার না। পরিবারের সবার মতের ভিত্তিতেই আমরা বিয়ে করেছি। দু’জন সারাজীবন একসঙ্গে থাকতে চাই। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি’, যোগ করেন ক্লোজআপ ওয়ান তারকা।

খুব শিগগিরই বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান কুষ্টিয়ার মেয়ে সালমা। যেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কাছের বন্ধুদের আমন্ত্রণ জানাবেন তারা।

ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগর ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। তবে বার অ্যাট ল’ সম্পন্ন করতে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। পড়াশোনা শেষ করে দেশে ফিরলেই তাদের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান সম্পন্ন হবে।

এর আগে ২০১১ সালে দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালমা। তবে দাম্পত্য কলহের কারণে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের একমাত্র কন্যা সন্তান স্নেহা সালমার কাছেই থাকে।

কমেছে ওমানি রিয়াল রেট

817740

একলাফে বেড়ে গেলো সৌদি রিয়াল রেট

817737

কলসি ভর্তি সোনার আশায় শেষ ২০ লাখ টাকা

ধর্ম ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য না করার জন্য অনুরোধ করা হলো।